ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়ায় একটি ফ্ল্যাট দেওয়ার পাশাপাশি নগদ দুই কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
অর্থ উপদেষ্টা জানান, হাদির পরিবারকে অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ির জন্য এক কোটি টাকা দেওয়া হবে। এছাড়া তাদের জীবন-জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা আলাদাভাবে প্রদান করা হবে। ইতোমধ্যে এই অনুদানের প্রস্তাব অনুমোদন করেছে অর্থ বিভাগ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর লালমাটিয়ার সরকারি ‘দোয়েল টাওয়ারে’ ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের গৃহায়ন খাতের বরাদ্দ থেকে এই অর্থ খরচ করা হবে।
উল্লেখ্য, এর আগে শরীফ ওসমান বিন হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
হাদির পরিবারকে ধারাবাহিকভাবে দেওয়া এসব বিশেষ সুযোগ-সুবিধা ও অনুদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বরাদ্দ দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি-বিধান পালন করতে হবে এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
‘হাদি ভাইকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার প্রথম কাতারেই ছিলো’
হাদি হত্যা মামলা: তদন্তে আরও ৫ দিন সময় পেলো সিআইডি
