পোস্টাল ব্যালটে আবেদন ছাড়িয়েছে ১১ লাখ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ লাখ ৩৫ হাজার ১১৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে নিবন্ধন করেছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্বঘোষিত সময়সীমা আজ শেষ হওয়ার কথা থাকলেও প্রবাসীদের এবং দেশের অভ্যন্তরের ভোটারদের বিশেষ অনুরোধে এই সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮৮ হাজার ১১৪ জন এবং নারী ১ লাখ ৪৬ হাজার ৯৯৭ জন।

ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত প্রবাসী নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব (১ লাখ ৯৭ হাজার ৯০১ জন)। এরপর যথাক্রমে কাতার, মালয়েশিয়া, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থান।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি’ ক্যাটাগরিতে ৪ লাখ ৭৯ হাজার ৪৭ জন নিবন্ধন করেছেন। জেলা হিসেবে কুমিল্লা (৮৯,১৪৬ জন) এবং আসন হিসেবে ফেনী-৩ (১৪,১৮৫ জন) নিবন্ধনে শীর্ষে রয়েছে।

প্রবাসী ভোটার, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারী, কর্মস্থলের বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা এই সুবিধা পাচ্ছেন।

‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, গত ১২ দিনে ৪ লাখ ৪৫ হাজার ৭২৫ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধনের জন্য প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।