সরকারের নির্দেশনা মেনে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 'খুরুজের জোড়' উপলক্ষে আয়োজিত গণজমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা।
বুধবার (৩১ ডিসেম্বর) থেকেই ইজতেমা মাঠে নির্মিত প্যান্ডেল ও অস্থায়ী স্থাপনাগুলো খুলে ফেলার কাজ শুরু হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আগামী ২-৪ জানুয়ারি অনুষ্ঠাতব্য জোড় উপলক্ষে যারা টঙ্গী মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের নিজ নিজ জেলা ও এলাকা থেকে আল্লাহর রাস্তায় বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে ইজতেমা মাঠে কোনো ধরনের সমাবেশ বা বড় জমায়েত হচ্ছে না।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমা ময়দানে আপাতত কোনো ধরনের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।
মূলত নির্বাচনপূর্ব পরিস্থিতির নিরাপত্তার কথা বিবেচনা করেই ২-৪ জানুয়ারির 'খুরুজের জোড়' এবং ২২-২৪ জানুয়ারির 'বিশ্ব ইজতেমা'র সময়সূচি অনুযায়ী মাঠ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তাবলিগের মুরুব্বিদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতিমধ্যে চিল্লার জন্য বের হয়েছেন, তারা এখন ইজতেমা মাঠে না এসে নিজ নিজ গন্তব্যে অবস্থান করে সময় পূর্ণ করবেন। সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠ খালি করার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি।