ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইজতেমার ময়দান বুঝে পেল সাদপন্থিরা

মো.সায়েম  জানান, ‘আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (৯ ফেব্রুয়ারি) প্রশাসনের কাছ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। 

সাদপন্থি মিডিয়া সমন্বয়ক আবু সায়েম এ তথ্য জানিয়েছেন।

মো.সায়েম  জানান, ‘আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়েছে। ইজতেমা শেষে তারা আবার ময়দান হস্তান্তর করবে।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জিএমপি অপরাধ দক্ষিণের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুল ইসলাম, দ্বিতীয় পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, মো. আসলাম, মোহাম্মদ হোসেন প্রমুখ।

ইসলামের দাওয়াত পৌঁছাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে মোট ১ হাজার ৪৬৫ জামাত ইজতেমা মাঠ থেকে দেশবিদেশের উদ্দেশে বের হয়েছে। দেশি মোট জামাতের সংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১ হাজার ১১০টি এবং ১০ থেকে ১৫দিনের জন্য বের হয়েছে ৭১টি জামাত।

তবে চলতি বছরের পর থেকে তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবে না সাদপন্থিরা।

AA
আরও পড়ুন