নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে সাধারণ নাগরিকদের আস্থা ও বিশ্বাস অর্জনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের পক্ষ থেকে এ অভিমত জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইয়ার ইয়াবস।

ইয়ার ইয়াবস ইউরোপিয়ান পার্লামেন্টে লাটভিয়া থেকে নির্বাচিত একজন সদস্য এবং পেশায় একজন রাষ্ট্রবিজ্ঞানী। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে জনআস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।