সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হলেও জানা গেছে, গুলিতে তার মস্তিষ্কের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে স্ট্রোক হয়েছে। এতে মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) গঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে চিকিৎসকরা জানান, গুলির আঘাতে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, যা তার বর্তমান শারীরিক জটিলতার প্রধান কারণ।

শিশুটিকে বর্তমানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে (মেকানিক্যাল ভেন্টিলেশন) রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, তার জ্ঞানের মাত্রা (গ্লাসগো কোমা স্কেল) বর্তমানে ১৫-এর মধ্যে ৭, যা অত্যন্ত গুরুতর অবস্থা নির্দেশ করে।

ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ চলছে। প্রতিটি মুহূর্তই তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।