মিয়ানমারের কুখ্যাত ‘স্ক্যাম সেন্টার’ থেকে উদ্ধার হওয়া আট বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি-৩৮৯ ফ্লাইটে আজ সন্ধ্যা ৬টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জানিয়েছে, উদ্ধার হওয়া এই ভুক্তভোগীরা বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের জরুরি প্রাথমিক সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে তাদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাউন্সেলিং এবং প্রয়োজনীয় পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত থাকবে।
বিদেশের মাটিতে পাচারকারী চক্রের হাত থেকে এই নাগরিকদের উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ব্র্যাক দীর্ঘ সময় ধরে সমন্বিতভাবে কাজ করেছে।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বরও মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে ১৮ জন বাংলাদেশিকে একইভাবে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। সাইবার অপরাধের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা এসব স্ক্যাম সেন্টারে বাংলাদেশিদের আটকে রেখে অমানবিক নির্যাতন ও অপরাধমূলক কাজে বাধ্য করে আসছিল।
টেকনাফে মানব পাচার চক্রের আস্তানা থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার
