আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাশালী এবং কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল জানান, নতুন মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাছাই কমিটি তাদের প্রথম সভাও সম্পন্ন করেছে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আমি যতটুকু ক্যালকুলেট করতে পারি, ৩১ জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী মানবাধিকার কমিশন উপহার দিতে যাচ্ছি।’
উল্লেখ্য, গত সরকারের পতনের পর মানবাধিকার কমিশন পুনর্গঠনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আইন উপদেষ্টার এই ঘোষণার মাধ্যমে সেই প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সময়সীমা সামনে এলো।