বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ

বিদেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনও পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে তিনি এ কথা জানান। 

ইসি মাছউদ বলেন, শের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনা এবং সেখানে প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হবে। আর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপরই পোস্টাল ব্যালটের কাজ শুরু করতে পারবেন ইসির কর্মকর্তারা। পোস্টাল ব্যালট প্রিন্ট হওয়ার পর ডাক বিভাগের তত্ত্বাবধানে তা ভোটারদের কাছে পাঠানো হবে। আবার ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো হবে।