ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কোনো অজুহাতে নির্বাচন পিছানোর সুযোগ নেই। কোনো প্রচারণায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন আটকানোর সুযোগ নেই। কারো যদি কিছু থাকে তা বলতে পারে। কিন্তু নির্বাচনকে বাধা দেয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা তো প্রস্তুতি দেখতে পাচ্ছি। আমরা সিরাজগঞ্জ গিয়েছিলাম, নাটোরে গিয়েছিলাম, কোথাও তো নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে।’
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও মো: আব্দুর রহমান খান এফসিএমএ।
ড. সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, ‘বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো ইমেজ আছে। সামনে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে চাই। দেশে কিছুটা সংস্কার হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে জুলাই সনদপত্র করেছে-যে দেশে কি কি সংস্কার চান তারা। আগামীতে যে সরকার আসবে তারা করবে, পরের সরকারও করবে। আমরা চাই ভবিষ্যতে যে সরকার আছে তারা যেন সংস্কারগুলো করে। যেমন আপনারা যারা দুর্নীতি চান না, আপনারা মহিলাদের সমান অধিকার চান, আপনারা অর্থ পাচার চান না, এ বিষয়গুলো কিন্তু সার্বজনীন হ্যাঁ দাবিদার। এতএব আপনারা হ্যাঁ ভোট দিয়ে জনগণের উপকার করবেন।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশটাকে কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতাম। বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও অত্যন্ত মেধাবী। দেশের প্রতি তাদের দরদ অনেক বেশি। কিন্তু বিভিন্ন কারণে সে সম্ভাবনায় আমরা যেতে পারিনি। আমরা সে সম্ভাবনা কাজে লাগাতে চাই। অনেক দেশ এগিয়ে গিয়েছে। বাংলাদেশও সন্তোষজনক অবস্থায় আছে। কিন্তু আরো সূচকে এগিয়ে যেতে চাই। এ সূচক আপনারা মিস করবেন না। আমাদের প্রজন্ম বা আমাদের তরুণরা তারা প্রথমবারের মতো ভোট দিবে। তাদের আশাটা হলো দেশ একটা ভালো দেশ হবে। আমরা যেন তরুণদের সে আশা পূরণ করি।’
বিশেষ অতিথির বক্তব্যে মো: আব্দুর রহমান খান বলেন, ‘সংস্কার হলে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে। আমাদের দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা পরিপক্বভাবে বিস্তার লাভ করবে। আমাদের দেশের জনগণ যার যতটুকু প্রাপ্য সে সম্মানটুকু তারা পাবে। এবং সেভাবে আমরা পরিচালিত হবো। আমাদের দেশ অপার সম্ভাবনার। আমাদের কোনো কিছুর অভাব নেই। আমাদের তরুণ সমাজ যারা সারা পৃথিবীকে বদলে দিতে পারে এবং দিচ্ছেও। এ বাংলাদেশ অনেক মেধাবী সন্তানদের জন্ম দিয়েছে। সারা পৃথিবীতে আমরা বিভিন্নভাবে রোল প্লে করছি। আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে আমরা এ বাংলাদেশের মানুষ যে বার বার বুকের তাজা রক্ত দিয়েছে, যেমন আমরা মুক্তিযুদ্ধে দিয়েছিলাম, জুলাইয়ে দিয়েছি। জনগণ চাইলে কি না করতে পারে সেটা আমরা দেখেছি। সে জনআকাঙ্খা যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, সে জন্য আমাদের ভোট দিতে হবে।’
এসময় জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, পৌর প্রশাসক নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মাসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।