চট্টগ্রামের সলিমপুরে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর সরকার কঠোর অবস্থান নিয়েছে। সলিমপুর এলাকায় একটি যৌথ অভিযান বা কম্বাইন্ড অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সেখানে কম্বাইন্ড অপারেশন চালিয়ে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। বাহিনীর মনোবল ভাঙা যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।
চট্টগ্রামের এই এলাকা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং এখানে অভিযান চালানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতিতে অভিযান চলাকালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে হামলা চালায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
চারটি নতুন থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৬৫৫২ কেন্দ্রে সিসিটিভি আছে, বাকি ২১৯৪৬টি কেন্দ্রে ৩১ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে। কমপক্ষে ৬টি করে সিসিটিভি থাকবে। বাকিগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেয়া হবে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ নেই সেখানে জেনারেটর দিয়ে চালানো হবে। সবগুলো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা দেয়া হবে।
১৯ জানুয়ারিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিন র্যাব সদস্য।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম. মোজাফফর হোসেন বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র্যাবের ওপর হামলা চালায়। এতে র্যাব কর্মকর্তা ও সদস্যসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।