আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পিরোজপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবেুর কাছে পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, পিরোজপুর-৩ আসনের প্রার্থী রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল নিজেদের জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো প্রার্থীর নিরাপত্তা ঝুঁকি থাকলে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।