বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রোববার (১৫ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। স্থলভাগে অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান জ্বালানি সমাধান দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিতে সহায়তা করছে।