আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারির গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্যানেল থেকে বাদ দিয়ে তালিকা তৈরির প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যদি ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না যায়, তবে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদেরও প্যানেলে অন্তর্ভুক্ত করে নিয়োগ দেওয়া যাবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে প্যানেল প্রস্তুত করতে রিটার্নিং কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।