আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কড়া নিরাপত্তার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনের প্রস্ততি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং নির্বাচনি দায়িত্বে কোনো ‘আওয়ামী দোসর’ রাখা হয়নি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনের সাথে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। সবাই খুব ভালো এবং সৎ অফিসার। আমরা এবার সব ধরনের প্রিপারেশন নিয়েছি।’
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। এছাড়া সিসি ক্যামেরা, বডি অন ক্যামেরা এবং ড্রোন (নির্বাচিত কেন্দ্রে) দিয়ে নজরদারি চালানো হবে। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াডও প্রস্তুত থাকবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে ১০ জন আনআর্মড আনসার (৬ পুরুষ, ৪ নারী), ৩ জন আর্মড আনসার এবং ২ থেকে ৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ড মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টিমও সক্রিয় থাকবে।
গণভোটে প্রশাসনের প্রচারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জোর দিয়ে বলেন, জনগণের প্রত্যাশার চেয়েও ভালো প্রস্ততি নিয়ে সরকার ১২ জানুয়ারির নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সিলেটের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।