আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, তারাই নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করুক। তবে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে আগ বাড়িয়ে কাউকে আমন্ত্রণ জানাবে না। কেউ আসতে চাইলে তাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা নেই। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানানো হয়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন যে, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তৌহিদ হোসেন আরও বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই মূলত সহিংসতার কথা বলছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সরকার মনে করে, যদি কোনো সহিংসতা ঘটে তবে তা ভোটে না থাকা দলগুলোর মাধ্যমেই হওয়ার সম্ভাবনা বেশি।’
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব যাওয়ার অভিযোগ থাকলেও এটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না।
এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎ না হওয়ার কারণ হিসেবে নিজের ব্যস্ততাকে উল্লেখ করেন তিনি। চীন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন সাফ জানিয়ে দেন, ‘বাংলাদেশ নিজের স্বার্থ অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত নেবে।’

