যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ‘এমভি ডব্লিউএফ আর্টেমিস’ নামের জাহাজটি বর্তমানে বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে।

শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (জিটুজি-০২) আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি রয়েছে। সেই চুক্তির ধারাবাহিকতায় এটি তৃতীয় চালান। 

এর আগে, প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছেছে। এছাড়া পূর্ববর্তী ‘জিটুজি-০১’ চুক্তির আওতায় আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর মান নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে গম খালাসের প্রক্রিয়া শুরু হবে। এই গম জাতীয় খাদ্য মজুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।