এক মাস পর উৎপাদনে ফিরলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম

দীর্ঘ এক মাস রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য গত ১ জানুয়ারি থেকে প্রথম ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত কাজ সফলভাবে শেষ হওয়ার পর ইউনিটটি আবার চালু করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রের দুটি ইউনিটই সচল রয়েছে। এই দুটি ইউনিট থেকে মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সক্ষমতায় ফিরে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং লোডশেডিংয়ের ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

FJ
আরও পড়ুন