দেড় মাসে ৩৭৬ বাসে আগুন, ২৪১ গাড়ি ভাঙচুর

গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দেড় মাসে (২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত) সারাদেশে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। একই সময়ে ৩৭৬টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুধু রাজধানীতে ১২৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেয়া হয়। 

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি ১১ দফা অবরোধ ও ৩ দফা হরতাল কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচি ঘিরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে।