বিএনপিসহ সমমনাদের ডাকে রাজধানীতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর কয়েকটি রাস্তা ঘুরে দেখা গেছে অন্য সময়ের হরতালের তুলনায় রাজধানীতে গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ি কম চলছে। ফলে ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে, সিএনজি ও রিকশায় করে যেতে দেখা গেছে।
শানিবার (৬ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট, তেজগাঁও সাতরাস্তা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, বাংলামোটর, কারওয়ানবাজার, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী ও মিরপুর এলাকায় এমনই চিত্র দেখা গেছে।
এদিকে হরতাল ঘিরে নাশকতা ঠেকাতে বিভিন্নস্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর কয়েক এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে।
এর আগে হরতালের সমর্থনে শুক্রবার রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল, মশাল মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে দলটির নেতা-কর্মীরা। এ সময় কুমিল্লায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে এবং সিলেটে পুলিশ তাঁদের ধাওয়া করে। এসব ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে বিএনপির ১৫ নেতা-কর্মীকে।
হরতালের ঠিক আগ মুহূর্তে রাজধানীসহ সারাদেশে বেড়েছে নাশকতা। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নারী-শিশুসহ চার জন পুড়ে মারা গেছে। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
