বিএনপির ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ শুরু

বিএনপির ডাকে দ্বাদশ দফায় সারা দেশে অবরোধ শুরু হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করছে বিএনপি ও তাদের সমমনা জোটের নেতাকর্মীরা। 

ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষে এই অবরোধের ডাক দিয়েছে দলটি।

এদিকে, অবরোধের আগের রাতে রাজধানীর কলাবাগান, মিরপুর ও গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসব বাসে আগুন দেওয়া হয়। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কন্ট্রোল রুমে রাত ১০টা ৫০ মিনিটে খবর আসে কলাবাগানে শিকড় পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সাথে সাথে পরাশী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ করে।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট গিয়ে আগুন নেভায়। 

এছাড়া, রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নেভায়।