ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ জন।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ময়মনসিংহ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই দফা হামলা করে নৌকা প্রতীকের সমর্থকরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় তারা। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এসব ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়। একইসঙ্গে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

গৌরীপুরে মোট ভোটকেন্দ্র ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা মার্কায় নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩,১৯৬ ভোট এবং ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২,২১১ ভোট। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন সোমনাথ সাহা। তিনি কয়েকটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার আবেদন করেছেন।