একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৬টি এবং জোটগতভাবে ২৮৮টি আসন পেয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগ ৪৮টি এবং জাতীয় পার্টি (জাপা) ২টি সংরক্ষিত নারী আসন পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বুধবার (৩১ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুই জন জাতীয় পার্টি থেকে হতে পারেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেত্রীরা অধিক গুরুত্ব পাবেন।
তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুই জন জাতীয় পার্টির।
