সরকারের উন্নয়ন তুলে ধরে ডিসিদেরকে কাজ করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিসিদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন রুখতে নানাভাবে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, আপনাদের সেদিকে দৃষ্টি দিতে হবে এবং উন্নয়নের চিত্র তুলে ধরতে কাজ করতে হবে।
ডিসিদের জন্য কোনো পরামর্শ ছিলো কি না, সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি বিষয় তাদেরকে বলেছি। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।
মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে, সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেলো? আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেওয়া হয়েছে, তারা সস্তায় পণ্য পাচ্ছে।
আয়কর আদায়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, হ্যাঁ দিয়েছি। তারা সহায়তা করবেন। তারা যেটা করছেন সেটা করবেন। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।