ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যারা টাকা দেয় তাদের কথা আমাদের শুনতে হবে: অর্থমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:২৮ এএম

‘বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে, আমাদের শুনতে হবে, কারণ তারা আমাদের টাকা দেয়। যারা সমালোচনা করে বলেন বিশ্বব্যাংকের কথায় আমরা চলি, তাদের বলছি আপনি কি টাকা দেন? আপনি টাকা দেন, আপনার কথা শুনব। যারা বলছেন সরকার পড়ে যাবে, দেশ দেউলিয়া হয়ে যাবে, কই সরকার তো পড়ে না। দেশ দেউলিয়া তো হলো না ’  গতকাল (২০ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি : প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
 
সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াকুন শি প্রমুখ।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশ ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব। কই সরকার তো পড়ে না। দেশ দেউলিয়া তো হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সবকিছু বোঝেন? ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট জনবান্ধব। বাজেট কেবল দেওয়া হয়েছে। কোনো কিছু থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। বাজেট এখনও পাস হয়নি।’ 

এসময় বক্তারা বলেন, প্রতি বছর ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বা প্রায় ৯৩ হাজার কোটি টাকা পাচার হয়। এ কারণে দেশে ডলার সংকট চরম আকার ধারণ করেছে। সেই সঙ্গে মোট ঋণের প্রায় ২২ শতাংশ খেলাপি ঋণ। ফলে ব্যাংকগুলোর পরিচালন খরচ বেড়ে যায়, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাচ্ছে। 

এসব সমস্যা সমাধানে ব্যাংক কমিশন গঠন করতে পারলে ভালো। সেটি করা না গেলে জ্ঞানীদের দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা জরুরি। এসব সমস্যা সমাধানে কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে অজনপ্রিয় অর্থমন্ত্রী হয়ে আপনি দেশকে বাঁচান। তাহলে ইতিহাসের পাতায় আপনি (অর্থমন্ত্রী) অমর হয়ে থাকবেন।

HK/AST
আরও পড়ুন