প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার (৯ মে) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর দিল্লির কোনো প্রতিনিধির প্রথম ঢাকা সফর এটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া কোয়াত্রা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
গত ২০ এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও সেটা শেষ সময়ে স্থগিত করা হয়। ভারতে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন এই আলোচনা আগে থেকেই চলছিল। আশা করা হচ্ছে, সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন তিনি।
বুধবার এক সংবাদ সম্মেলনে কোয়াত্রার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে নানা বিষয় আছে। স্বাভাবিকভাবে নানা বিষয় আলোচনা হবে। তিনি আসার পর আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকায় আসার একদিন আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ড. হাছান জানান, কোয়াত্রার সফরে সীমান্ত হত্যার প্রসঙ্গটি তোলা হবে।