এখন থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে সারা দিন নয়, বেলা তিনটা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রোরেলের সেবা। তবে কোন শুক্রবার থেকে চালু হবে তা এখনও ঠিক করতে পারেনি কর্তৃপক্ষ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যে-সব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরিও নির্দেশ দেওয়া হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
সে হিসেবে উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।