দীর্ঘদিন মেট্রোরেল প্রকল্পের নির্মাণসামগ্রী রাখার কাজে ব্যবহৃত হওয়ার পর অবশেষে রাজধানীর ফার্মগেটের ঐতিহাসিক আনোয়ারা উদ্যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্যানটি ডিএনসিসির অনুকূলে হস্তান্তর করা হবে।
ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহাম্মদ এজাজ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ উপস্থিত থাকবেন। আজ বিকেলে ফার্মগেট এলাকায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত আনোয়ারা উদ্যানটি ২০১৮ সাল থেকে মেট্রোরেল প্রকল্পের অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে এটি দীর্ঘ কয়েক বছর সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী ছিল। উদ্যানটির মালিকানা গণপূর্ত অধিদপ্তরের হলেও এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করে ডিএনসিসি।
মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে জায়গাটি বুঝে পাওয়ার পর সিটি কর্পোরেশন এটিকে পুনরায় সংস্কার করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে।
নিরাপত্তা বিধি মেনেই চলছে মেট্রোরেল: ডিএমটিসিএল
