অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘এই সরকার একটা গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ বিজয়ের মধ্য দিয়ে হয়নি। আমরা একটা শিথিল সরকার পেয়েছি। সরকারের শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের একটা চেষ্টা হচ্ছে। এই উৎখাতের চেষ্টা যারা করছে, তারা সরকারের বাইরে আছে, প্রশাসনে আছে।’
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ফরহাদ মজহার। সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে কথা বলি। ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙা নিয়ে ডেফিনিটলি কথা বলেছি। যারা মাজার ভেঙেছে, তাদের ধরেনি, ধরেছে চিন্ময়কে ( চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী)। এটা আমি বলেছি।’
আরেক প্রশ্নের জবাবে ফরহাদ মজহার জানান, ভারতের যে অত্যন্ত কুৎসিত প্রচারণা, সেটাকে মোকাবেলা করার জন্য সরকার ধারাবাহিক সম্প্রতি সভা করেছে।
দেশে সংখ্যালঘুদের উপর হামলা প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে কোনো সন্দেহ নাই। গরিব মানুষের ওপর আঘাত এসেছে। তাদের জায়গা দখল হচ্ছে। আজকে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের কুকাণ্ডগুলো ভিন্ন একটি দল করছে। এই তো কথা। ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা তো আমি বলব না।’
ফরহাদ মজহার সংখ্যালঘুদের সমাবেশকে সমর্থন জানিয়ে বলেন, ‘তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সে কি তার কথা বলবে না? তার কি সভা-সমাবেশ করার অধিকার নাই? আমরা গণঅভ্যুত্থান করেছি সভা-সমাবেশের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য। তারা তো ক্ষমতা দখল করতে আসে নাই।’