প্রধান উপদেষ্টার প্রেস সচিব:

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা শিগগিরই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম বলেন,`জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই তৈরি করা হবে খসড়া। ঘোষণাপত্র নিয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে। আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।'

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে গতি বেড়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, তারা প্রচুর শ্রম দিচ্ছে।’