হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা ঢাকার শাহবাগ এলাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে ১১তম দিনের মতো সমাবেশ করছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা সমাবেশ শুরু করেন বলে জানিয়েছেন প্রার্থীদের নেতা ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রার্থী তালুকদার পিয়াস।
তিনি বলেন, নারী প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ও নিয়োগ নিশ্চিতের দাবিতে এই মহাসমাবেশ করা হচ্ছে।
এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এ আবেদন করে।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন জানিয়েছেন, রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
সমাবেশে আসা কবিতা আক্তার নামের একজন সংবাদমাধ্যমকে বলেন, আমরা আজ নিয়ে ১১ দিনের মতো এখানে অবস্থান করছি। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ মহাসমাবেশের ডাক দিয়েছি। এখান থেকে সরকারকে বলতেন চাই, অন্যায়ভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।