অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।
সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দপ্তরের দুটি প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পক্ষে অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা এক অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
ওএসডি হওয়াদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ এবং ১৩ উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা রয়েছেন।
এছাড়া একই সময় পৃথক আদেশে ২০১৮’র নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছে।