চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্যবসায়ীরা চায় রাতারাতি ধনী হয়ে যেতে। রোজার মাসে পুরো বছরের ইনকাম একসঙ্গে করতে পাগল হয়ে যায়। তাই বাজার মনিটরিং করছি। এ মনিটরিং অব্যাহত থাকবে।
সোমবার (৩ মার্চ) ১২টার দিকে চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান মাসে যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হয়; সেজন্যই অভিযান চালানো হচ্ছে। অন্যান্য দেশে রমজান মাসে ভর্তুকি দিয়ে বিক্রি করা হয়। কারণ তারা সেটাকে সওয়াব হিসেবে দেখে। আর আমাদের দেশে রোজা এলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়।
তিনি বলেন, তেলের ব্যবসায়ী, উৎপাদনকারীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আগামীকাল (মঙ্গলবার) বসব। তারা যাতে অনতিবিলম্বে বাজারজাত করে দাম কমিয়ে আনে। এ ব্যাপারে শক্তভাবে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে।’
বাজার মনিটরিং করার কথা জানিয়ে চসিক মেয়র বলেন, ‘কয়েকদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল- ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে গেছে। আর যেগুলো বিক্রি হচ্ছে প্রায় ১৮০-২০০ টাকার ওপরে চলে গেছে। সে কারণে আজকে আমরা এখানে এসেছি।’
ডা. শাহাদাত বলেন, ‘অভিযানে এসে সত্যতা মিলেছে এখানে ভোজ্যতেল মোটেও পাওয়া যাচ্ছে না। ভোজ্যতেল যেগুলো দেখেছি সেগুলো ল্যাব টেস্টের জন্য নিয়েছি। এগুলো পরীক্ষা করে দেখা হবে; এগুলো আদৌ ভোজ্যতেলের মতো কিনা!’
অভিযানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা তেলের ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল বসব। বসার পরও যদি দেখি বাজারে তেল সহনীয় পর্যায়ে নেই তাহলে আমরা অ্যাকশনে যাব। মধ্যসত্ত্বভোগীরা যাতে বাজারে তেল সংকট করতে না পারে, সেজন্য সিটি করপোরেশনে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালাব। আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সকল পণ্যসামগ্রী রাখতে চাই।