ঢাকা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার ১৩৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটি অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া ইনস্পেক্টরদের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম রেঞ্জসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। বদলি করা ১৩৬ ইনস্পেক্টরের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

NB/FJ
আরও পড়ুন