জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের দিকে নির্বাচন কমিশন (ইসি) তাকিয়ে থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন (সিইসি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারে সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশান রাইল।
বৈঠক শেষে সিইসি বলেন, ভোটের প্রস্তুতি কমিশন এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা তা নিয়ে জানতে চেয়েছে অস্ট্রেলিয়ার হাইকমিশনার। ভোটার তালিকা প্রস্তুত, ভোটের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটাসহ ভোটের প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক সমঝোতার বিষয়ে উদ্যোগ নিবে ঐকমত্য কমিশন। সে নিয়ে কথা বলতে চাই না। তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করছে কমিশন।
এদিকে, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া সাহায্য-সহযোগিতা নিয়ে পাশে থাকতে চায় জানিয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলী বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া।