নতুন সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যেই কার্যকর

দেশে বহুল আলোচিত ও বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বিতর্কিত ৯টি ধারা বাতিল করে নতুন সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে।

ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ধারা বাতিলের মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার চেষ্টা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আইনটি কার্যকর হবে, যা দেশে ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

তিনি আরও জানান, আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মামলার দীর্ঘসূত্রতা কমাতে মুলতবি ৬ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ বার নির্ধারণ করা হয়েছে, ফলে বিচারপ্রক্রিয়ার সময় প্রায় অর্ধেক কমে আসবে।

নতুন আইনে সর্বোচ্চ শাস্তি দুই বছর নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিথ্যা মামলা প্রমাণিত হলে মামলা করা ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এতে আইনের অপপ্রয়োগ রোধে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে।

দেশে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার রোধে নতুন আইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে তরুণ সমাজকে জুয়া থেকে দূরে রাখা এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে নিরাপদ রাখা সহজ হবে।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জোর দিয়ে বলেন, সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণের স্বাধীনতা বজায় রাখতে হবে। মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ এবং নতুন আইন সেই নীতিকে সমর্থন করবে।