বাংলাদেশ-সৌদি আরব প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক তিন দিনব্যাপী প্রথম যৌথ কমিটির সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর জানিয়েছে, সভায় সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল হামেদ রাফি আল-আমরি ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার চেতনায় আলোচনায় নেয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই বৈঠককে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। 

সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা মেজর জেনারেল হামেদ রাফি আল-আমরি সমাপনী বক্তব্যে উভয় দেশের পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও শান্তির অঙ্গীকার তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় দেশের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা এবং ভবিষ্যতে সৌদি প্রতিনিধিদলকে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

শেষে বাংলাদেশ-সৌদি আরব প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক যৌথ কমিটির দ্বিতীয় সভা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উভয় দেশের প্রতিনিধিরা একটি অফিশিয়াল ফটোসেশনে অংশ নেন। সৌদি আরবের প্রতিনিধিদলের সম্মানে সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করা হয়।