টোকিওতে ড. ইউনূসের সঙ্গে মাহাথিরের সাক্ষাৎ

জাপানের টোকিওতে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দুই নেতা সাক্ষাৎ করেন। ড. মাহাথির মোহাম্মদের এক্স হ্যান্ডেলে ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। যেখানে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায়। দুই দেশের প্রতিনিধিরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. ইউনূস এ সময় বাংলাদেশে পুনর্গঠন, সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাহাথির মোহাম্মদের পরামর্শ চান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। 

ড. ইউনূস চার দিনের সরকারি সফরে বুধবার দুপুরে টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরামে যোগদানের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।