গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা বা বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক সময়ে প্রায়ই ঘটছে। এতে মানুষের জীবন নাশের পাশাপাশি সম্পাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দুর্ঘটনা প্রতিরোধে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জুন) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বার্তায় এই সতর্কতার কথা জানানো হয়।
এতে বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। চুলার নব, বাটন, হুসপাইপ ও পিতলের চাবিতে কোনো গ্যাস লিকেজ আছে কিনা পরীক্ষা করতে হবে। লিকেজ হলে রাইজারের চাবি বন্ধ করতে হবে এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামত করতে হবে।
বার্তায় আরও বলা হয়, গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার ১৬৪৯৬ এ যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্যাস ব্যবহারে সচেতন হোন, দুর্ঘটনার হাত থেকে নিরাপদ থাকুন।’
গ্রীষ্মকালে গ্যাস জমে থাকা এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে তিতাস গ্যাসের এই সতর্কবার্তাকে বিশেষ গুরুত্ব দিতে বলছেন সংশ্লিষ্টরা।