ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হচ্ছেন ইমরান হায়দার। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।   

সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে যোগ দেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।

বাংলাদেশ ছাড়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষে আবার ঢাকায়  পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ।