আজ সচিবালয়ে কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বাতিল দাবিতে সচিবালয়ের কর্মচারীরা (২৩ জুন) সোমবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। রোববার (২২ জুন) অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করবেন। সেখানে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন তারা।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেড কর্মসূচির বিক্ষোভ-সমাবেশ থেকে আজকের কর্মবিরতি ঘোষণা করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন।

গত ২২ মে সরকারি চাকরি আইন ২০২৫ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এটি বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত ২৫ মে রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার।