কাস্টমস-ভ্যাট-কর দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে আগামী শনিবার (২৮ জুন) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে সোমবার (২৩ জুন)  এ কর্মসূচির ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব সেহেলা সিদ্দিকা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান চেয়ারম্যান সরকারের একটি নির্দিষ্ট ‘এজেন্ডা’ বাস্তবায়নে লিপ্ত থেকে রাজস্বব্যবস্থাকে অস্থিতিশীল করছেন। তাকে ‘আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা’ এবং ‘প্রশাসনের মধ্যে বিভাজন ও শৃঙ্খলাভঙ্গের উসকানিদাতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়ায় ইতিমধ্যেই পাঁচজন সিনিয়র কর কর্মকর্তাকে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলকভাবে বদলি করা হয়েছে। বদলির এসব আদেশ চাকরিবিধির পরিপন্থী ও অবৈধ বলে দাবি করা হয়।

পরবর্তী কর্মসূচি
ঐক্য পরিষদ জানিয়েছে, এ আদেশগুলো সোমবারের মধ্যে বাতিল না হলে মঙ্গলবার (২৪ জুন) এবং বুধবার (২৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং এনবিআর চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ চলবে। ২৭ জুনের মধ্যে দাবি না মানা হলে ২৮ জুন (শনিবার) থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে।

তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।