ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ.লীগ আমলের মন্ত্রী ও এমপিদের ৩০ গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

নিলামে গ্রহণযোগ্য দর না পাওয়ায় বিগত আওয়ামী লীগ আমলের মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি গাড়ি সরকারের ব্যবহারের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে আয়োজিত ‘কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট: প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’, শীর্ষক কর্মশালার আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা, যাদের অধিকাংশই ছিলেন আওয়ামী লীগের। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়। এরপরও গাড়িগুলো ছাড় করা হয়নি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা সরকারকে গাড়িগুলো দিয়ে দেবো। সরকার এগুলো ব্যবহার করবে। সরকারের পরিবহন পুলে যাবে। আমরা নিলাম ডাকলেও খুবই অল্প দাম উঠেছে। নিলামের টাকাও সরকারের কোষাগারে আসবে, আবার সরকারকেই গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় এসব গাড়ি সরকারের পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে, সাবেক সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় ৫১টি গাড়ি আমদানি করেছিলেন। এর মধ্যে সাতটি গাড়ি রাজনৈতিক পটপরিবর্তনের আগে-পরে ছাড়িয়ে নেওয়া হয়। বাকিগুলোর মধ্যে ২৪টি গাড়ি গত ফেব্রুয়ারিতে প্রথমবার চট্টগ্রাম কাস্টমসে নিলামে তোলা হয়। ওই নিলামে অংশ নেওয়া আগ্রহীরা গাড়িভেদে সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছে। ১০টি গাড়ির জন্য কোনো দর জমা পড়েনি। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। ফলে নিলামে যথাযথ দর না ওঠায় কোনো গাড়িই বিক্রি হয়নি। এখন এসব গাড়ি সরকারের মালিকানায় যাচ্ছে।

MMS
আরও পড়ুন