স্মরণকালের সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার স্মরণকালের সেরা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এই ভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি. (বাপেক্স) আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মো, সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ প্রমুখ।

পরিদর্শন শেষে তিনি মাদারগঞ্জের সৌর বিদ্যুত প্রকল্পে যাওয়ার কথা জানান।

উল্লেখ, জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ায় চলতি বছরের (২৪ জানুয়ারি) গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ৬ একর জমির উপর প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১৯৮০ সালের সাইসমিক সার্ভের পর জাপানি সার্ভেসহ দুইটি সার্ভের পর এই খনন কাজ শুরু হয়।

তিন মাসের খনন কাজ শেষে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিল বলে জানিয়েছিলো বাপেক্স কতৃপক্ষ।