অন্তর্বর্তী সরকার দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১০ আগস্ট) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ‘কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলা’ নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে, আমাদের এখানে ইনস্ট্যাবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধের’ বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।