১২ জেলায় বন্যার আশঙ্কা 

দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অন্তত ১২টি জেলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা নদীর পানি আগামী দুই দিন বাড়বে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এ সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও এ সময়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে, এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।