ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না: শিল্প উপদেষ্টা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সদা সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালিত ‘পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জরুরি সহায়তা প্রকল্প’ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। 

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, জনগণের ঐক্যের শক্তি আগামীর ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে থেকে সকল শঙ্কার অবসান ঘটাবে।

প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি এই জনগোষ্ঠীর পানি সংকট সমস্যার সমাধান করবে।

এর আগে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বান্দরবান শহর থেকে সড়কপথে কক্সবাজারে আসেন। শনিবার সকালে তিনি জেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি  দিনব্যাপী সরকারি সফরসূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। 

SN
আরও পড়ুন