হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন পুরস্কার নির্ধারণ করা হয়েছে। পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলে ১ লাখ, এসএমজি পেলে দেড় লাখ এবং এলএমজি উদ্ধারে মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া প্রতিটি গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা করে পুরস্কার। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগসংক্রান্ত বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন তিনি।
গাজীপুরে পুলিশ কমিশনারের যাতায়াতে রাস্তা বন্ধ রাখা এবং পুলিশের এক সদস্য ভারতে আটক হওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের ওই সদস্যকে ইন্টারপোল বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা রোধে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। আমরা চাই সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।