বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪১ লাখ ৭৭ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

অন্যদিকে, রামপুরা ব্রিজ এলাকায় ১০টি ডিজেলচালিত বাস ও ট্রাকের ধোঁয়া পরীক্ষা করে আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলা দায়ের এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

এছাড়াও, মোহাম্মদপুরে নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের জন্য দুটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল।

ঢাকায় বিআরটিএর যৌথ অভিযানে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ১০টি মামলা দায়ের এবং একটি গাড়ি ডাম্পিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও এইচটি ক্যাবল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র না নেওয়ায় এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় মুচলেকা দিতে বাধ্য হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।