বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ও হত্যার ঘটনা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী দাবি করেছেন, বাংলাদেশে প্রবেশকারীরা স্বেচ্ছায় আসছেন, ভারত কোনো পুশব্যাক করছে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
বিএসএফ ডিজি বলেন, ভারত কোনো পুশব্যাক করেনি। যারা সীমান্ত অতিক্রম করছেন, তারা স্বেচ্ছায় আসছেন। এছাড়া, লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনো গুলি চালায় না।
তবে তার এ মন্তব্যে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিএসএফকে প্রশ্ন করেছি, একজন শিশু কিভাবে তাদের জন্য হুমকি হতে পারে।
তিনি আরও জানান, ২০০৯ সালে দুই দেশের মধ্যে একমত হয়েছিল যে, সীমান্তে গুলি ব্যবহার করা হবে না। কিন্তু চলতি বছর কিছু ঘটনার কারণে বিএসএফ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে তারা জানিয়েছে। তাদের দাবি, আত্মরক্ষার্থেই তারা গুলি চালিয়েছে।
বৈঠকে বিজিবি পক্ষ থেকে অনুরোধ করা হয়, যদি কেউ ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, তবে তাকে যেন বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিএসএফকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চার দিনব্যাপী (২৫–২৮ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনের শেষ দিনে যৌথ আলোচনার দলিলে সইয়ের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।